নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা র্যালি বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার বাদ জুমা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এ র্যালি বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধিরগঞ্জের নেতৃবৃন্দ।
সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর ইসলামী আন্দোলনের নারী ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী আন্দোলন নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (আদর), শামসুল আলম বাদল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র আন্দোলনের সভাপতি শাহীন আদনান, মোহাম্মদ নেতকম আলী দেওয়ান ও ছাত্র আন্দোলন নেতা মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
এ সময় সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি মো. বিল্লাল হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতেও দেশের মানুষ মৌলিক অধিকার পায়নি। এ অধিকার নিশ্চিত করতে হবে। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে এসেছে। ভারত সবসময় আমাদের কাছ থেকে নিতে আসে। তারা আমাদেরকে কিছু দিতে আসে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন