কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে কুমিল্লা নগরীর টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় একত্রিশ বার তোপধ্বনি দেয়া হয়।
শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। পরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন