স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ সকল বীরদের স্মরণে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে নিজ বাসায় বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার হেফজুল কোরআনের শিক্ষার্থীরা খতমে কোরআনে অংশ নেন।
এর আগে জুমার নামাজ আদায়ের পরপরই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জুরাইনে তার বাবা গেরিলা মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন।
সেই সঙ্গে বিভিন্ন মসজিদে মসজিদে মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বাদ আসর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় পবিত্র কোরআন খতম পড়ানো হয়। পরে দরিদ্রদের খাবার খাওয়ানো হয়।
এসময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এদেশের ৩০ লাখ শহীদ রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছেন। এদেশের স্বাধীনতা পেতে বহু মা-বোনের সম্মান বিসর্জন দিতে হয়েছে। তাই আজ এই মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করে পবিত্র কোরআন খতম এবং মিলাদ। আল্লাহ যেন আমাদের সকল শহীদ ও বীর সেনানীদের জান্নাতবাসী করেন।
বিডি প্রতিদিন/এমআই