প্রথমবারের মতো ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) কর্তৃক ওপেন ফরম্যাটে আয়োজিত ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতাটির সমাপনী পর্ব গত ৬ জুন রাতে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম উইন অর উইন; রানার্সআপ 'ভাত খাইছ?'। এই দুই দলের বিতার্কিকরা হলেন যথাক্রমে ফজল আল মাহমুদ অয়ন ও জিল জাওসান এবং অর্জন ত্রিপুরা ও সৈয়দ বিন মহিউদ্দিন।
এর ফাইনাল রাউন্ডে ওপেনিং গভর্মেন্ট দল ছিল সৌরিয়ান সার্থক; ওপেনিং অপজিশন দল উইন অর উইন। অন্যদিকে, ক্লোজিং গভর্মেন্ট দল ছিল 'ভিডিও কল করবো কিন্তু ডে দিব না' এবং ক্লোজিং অপজিশন ছিল 'ভাত খাইছ?'। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল, এই সংসদ মনে করে,খনিজসম্পদ সমৃদ্ধ উন্নয়নশীল দেশগুলির প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বিক্রয় কঠোরভাবে সীমাবদ্ধ করা উচিত।
এনডিএফ বিডির কো-চেয়ারম্যান লায়ন এম আলমগীরের সঞ্চালনায় উক্ত বিতর্কের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডি'র সম্মানিত চেয়ারম্যান একেএম শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডি'র মহাসচিব এডভোকেট তামজিদ হাসান পাপুল, এডভাইজার টু চেয়ারম্যান ফিরোজ চৌধুরী কিরন, কো-চেয়ারম্যান তাকদিরুল গনী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ অভি, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান রিপন, কনভেনর আদৃতা বরকত, কো-কনভেনর ইরফাত নূর অবনী, ডিরেক্টর তাহমিদা ইসলাম তিথি প্রমুখ। অনুষ্ঠানে টেকনিক্যাল সমন্বয়কের দায়িত্ব পালন করেন মাইমুনা মোস্তফা।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির