নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় তিন ভবন মালিকের গুনতে হয়েছে ২০ হাজার টাকা জরিমানা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত রবিবার সকালে নগরীর সানকিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। জরিমানার পাশাপাশি ভবন মালিকদের এসময় সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এই অভিযানের নেতৃত্ব দেন। আর ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শন করেন মসিক সচিব রাজীব কুমার সরকার। অভিযান চলাকালে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতার সমন্বয় থাকা জরুরী। তাই আমাদেরকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। না হলে মশক নিধন কার্যক্রম এবং অভিযান ব্যর্থ হয়ে যাবে।’
অভিযানে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, এ নিয়ে গত দুই মাসে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার