রাজধানীর প্রাণকেন্দ্র ও দেশের অন্যতম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সংসদ ভবন আজ ছিল ইন্টারনেট সংযোগ বিহীন। ডিজিটাল বাংলাদেশের একটি শীর্ষ জাতীয় প্রতিষ্ঠানের আইটি বিভাগ দীর্ঘ আট ঘণ্টায়ও সংসদ ভবনের ওয়াইফাই সংযোগ পুনঃস্থাপন করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তারা এক বিব্রতকর অবস্থায় পড়েন। স্থবির হয়ে পড়ে সংসদের ই-নথি ব্যস্থাপনা কার্যক্রমসহ ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা।
সংসদ ভবনে কর্মরত একাধিক কর্মকর্তা ও কর্মচারি বাংলাদেশ প্রতিদিনকে জানায়, বেলা ১১টায় হঠাৎ সংসদ ভবনের ওয়াই-ফাই ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে ই-মেইল আদান প্রদান, ই-নথি ব্যস্থাপনা কার্যক্রম, ডিজিটাল সোস্যাল মিডিয়ার মাধ্যমে গণসংযোগ বিভাগের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
এ বিষয়ে সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খুব ঝামেলায় আছি। আমাদের ওয়াই-ফাই ব্যবস্থা বসে গেছে। ওয়াই-ফাই সংযোগ স্থাপনে আইটি বিভাগ কাজ করছে। মোবাইল ডাটা ব্যবহার করে আমরা কিছু করার চেষ্টা করছি। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদ ভবনের ওয়াই-ফাই ব্যবস্থা সচল করা সম্ভব হয়নি।
সংসদ ভবন বস্থাপনার সাথে জড়িত একটি সূত্র জানায়, সংসদ ভবনের নিজস্ব ব্রডকাষ্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজি উইং রয়েছে। সেখানে ম্যানেজমেন্ট অধিশাখা, ই-সার্ভিস ম্যানেজমেন্ট শাখা ও তার মেইনটেন্যান্স শাখা, ইনফরমেশন টেকনোলজি অধিশাখা, ডাটবেজ ম্যানেজমেন্ট শাখা ও তার মেইনটেন্যান্স শাখা এবং টেকনিক্যাল অধিশাখা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল