স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে খুলনা জেলা পরিষদ। শনিবার জেলা পরিষদ চত্বরে মহান মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মো. রায়হান ফরিদ।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হয়। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, অ্যাডভোকেট এনায়েত আলী, সরদার মাহাবুবার রহমান, অধ্যাপক আলমগীর কবির, শাহাদাৎ হোসেন বাচ্চু, ক্যাপ্টেন আফজাল হোসেন, মোহিত চন্দ্র রায়, চৌধুরী আবুল খায়ের, মো. কেরামত আলী, অধ্যাপক এম রশীদ, কাজী জাফর উদ্দিন, কামাল উদ্দিন বাদশা ও বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম মানি। এ সময় অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর