দুই জেলা ও একটি মহানগরে জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দলের কুমিল্লা দক্ষিণ ও চুয়াডাঙ্গা জেলা এবং কুমিল্লা মহানগর শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা
মোস্তফা জামানকে আহ্বায়ক ও গাজী মোহাম্মদ মামুন হুদাকে (হাজী মামুন) সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন- কৃষিবিদ অধ্যাপক রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, হাসান শাহরিয়া খান, আবুল বাশার খান, হানিফ মিয়া ও মিজানুর রহমান (মিলন কমিশনার)।
কুমিল্লা মহানগর
আহ্বায়ক করা হয়েছে কাজী মো. শাহিনুর হুসাইনকে (শাহিন) ও সদস্য সচিবের পদ দেওয়া হয়েছে ইকরাম হোসেন তাজকে। যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন- এ আর জামাল হোসেন, মনিরুল ইসলাম তুহিন, অ্যাডভোকেট ফারহানা সেলিম, কাজী বাকের উদ্দিন ও আতিকুর রহমান স্বপন।
চুয়াডাঙ্গা জেলা
মোকাররম হোসেনকে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে তবারক হোসেনকে। এছাড়া আরিফ হোসেন জোয়ার্দার (সোনা) ও তরিকুল ইসলাম জোয়ার্দার বিলুকে যুগ্ম-আহ্বায়ক করে চুয়াডাঙ্গা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত