দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুর রহিম কাজী (১৭) নামের এক কিশোরের প্রাণহানি হয়েছে। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তবে চালককে আটক করতে না পারলেও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
নিহতের দুলাভাই ফয়সাল গণমাধ্যমকে বলেন, যাত্রাবাড়ীতে আমার একটি দোকান রয়েছে। সন্ধ্যায় ওই দোকানে যাচ্ছিল রহিম। পথে মাতুয়াইলের হাসেম রোড বিদ্যুৎ অফিসের সামনে দ্রতগামী একটি মিনি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক