জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে আওয়ামী লীগে যোগদান করেছেন কৃষকদল কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম আকন। সোমবার সকালে ঢাকার সংসদ ভবনের বাসভবনে বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তিনি। একই অনুষ্ঠানে গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহদাত হোসেন মিন্টু আকনও আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. কামরুল আহসান হিমু খান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ