সাভারের বিরুলিয়ায় একটি খেলার মাঠ থেকে পা কাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩০) মরদরেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলের ভেতর খেলার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক লাল পলো শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, কালিয়াকৈর এলাকার ওই খেলার মাঠের পাশে ক্ষেতে কাজ করতে গিয়ে নিহতের মরদেহ দেখতে পায় কৃষকরা। পরে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে ক্রিকেট খেলার স্টাম্প পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, স্টাম্প দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে তুলে এনে ওই জঙ্গলে তাকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় সাভার মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ