ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আসন্ন ঈদে মানুষ যেন নিরাপদে তাদের বাড়িতে যাত্রা করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। বাস টার্মিনালগুলো থেকে যেন ফিটনেসবিহীন কোনো বাস না চলতে পারে সেজন্য ডিএনসিসির কর্মকর্তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেওয়া হবে।’
আজ সোমবার ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের হলরুমে ১৪ হাজার শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, ‘ফিটনেসবিহীন বাস চলাচলের মাধ্যমে কোনোভাবেই ঈদের খুশিকে নষ্ট করা যাবে না। আমি বাস মালিকদের আহ্বান জানাচ্ছি, আপনারা ফিটনেসবিহীন কোনো বাস চালাবেন না। যারা ঈদের খুশিতে বাড়িতে যাত্রা করবে তাদের যেন লাশ হতে না হয়।’
তিনি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) এবং ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) সঙ্গে সমন্বয় করে নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে কাজ করতে ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ