রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯ পিস স্বর্ণের বারসহ বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরের ৭নং বোর্ডিং ব্রিজ থেকে তাকে আটক করা হয়। যুক্তরাষ্ট্র থেকে দুবাই ট্রানজিট নিয়ে তিনি ঢাকা আসেন।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম জানায়, আটক মার্কিন নাগরিকের নাম শাহনাজ চৌধুরী। তিনি এমিরেটস এয়ারলাইন্সের ইকে ০৫৮২ ফ্লাইটে ঢাকায় আসেন। ৭ নং বোর্ডিং ব্রিজে তল্লাশির সময় তার শরীরে বাধা অবস্থায় কাপড়ের বেল্টের ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯ পিস গোল্ডবার উদ্ধার করা হয়।
আটক নারীকে জিজ্ঞাসাবাদে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম জানতে পেরেছে, এই স্বর্ণ তিনি যুক্তরাষ্ট্র থেকে এনেছেন।
কাস্টমস কর্মকর্তারা জানান, ঢাকায় আসার পথে শাহনাজ চৌধুরী দুবাইয়ে ট্রানজিট নেওয়ার বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ