রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের মধ্যেই ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মিছিল বের করেন সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশিবাজার থেকে মিছিল নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা।
তখন তারা ‘ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, ভাই ভাই, ভাই ভাই/ আমরা যাচ্ছি তোমরা চলো, ঢাকা কলেজ রক্ষা করো/ ঢাকা কলেজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন।
অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ইডেন কলেজের ছাত্রীরাও মিছিল করেন। ইডেন কলেজ থেকে বের হয়ে নিউ মার্কেটের দুই নম্বর গেট থেকে ঘুরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।
এ ছাড়া ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে নীলক্ষেত এলাকায় মহড়া দেন তারা।
কথা কাটাকাটির জেরে গতকাল সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ শুরু হয়।
দুপুরের দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু কাঁদানে ও টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে।
সংঘর্ষে ইতোমধ্যে ৮ সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।
এদিকে সংঘর্ষের জেরে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আজ মঙ্গলবার বিকালের মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে ঢাকা কলেজ কর্তৃপক্ষ এই নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ