নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ একটি রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা খেলাফত আন্দোলনের আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) খলীফা মুফতী ওমর ফারুক সন্দ্বীপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধের মাধ্যমে মক্কার ইসলামের দুশমন পৌত্তিলিকদের বিরুদ্ধে ইসলামের প্রথম বিজয় সূচিত হয়েছে। সে যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও মহান আল্লাহ হযরত জিবরাঈল (আ.) সহ ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের মদদ যুগিয়েছে। এতেই প্রমাণিত হয় ঈমানের ওপর মজবুত থেকে এখলাসের সাথে কাজ করলে আল্লাহর গায়েবী মদদ অবধারিত। বর্তমান মুসলমানরা বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকলে বিশ্ব মুসলিমের উপর নির্যাতন চালাতে কেউ সাহস পাবে না। আজ বিশ্বব্যাপী মুসলমানরা নেতৃত্বশূন্য। যোগ্য নেতৃত্বের অভাবে মুসলমানরা কোমর সোজা করে দাঁড়াতে পারছে না।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা এহতেরামুল হক উজানবী, মুফতি এহতেশামুল হক কাসেমী, মাওলানা কবির হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রেজাউল করিম, এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ জেলা খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, সিদ্ধিরগঞ্জ থানা খেলাফত আন্দোলনের আমির মুফতি সুলতান মাহমুদ ও হাসানুজ্জামান ইছা প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন