৮ আগস্ট, ২০২২ ১৯:৫৬

রাজধানীতে জাতীয় ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

রাজধানীতে জাতীয় ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্র সমাজ। মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন বলেন, সারাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, দেশের মানুষ মুক্তি চায়। আজকে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। গণপরিবহন ভাড়া বেড়ে গেছে, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের অভাব অনাটনে আরও ভোগান্তি বেড়ে গেছে।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে গিয়ে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশে গিয়ে যোগ দেয়। এসময় সংগঠনের সভাপতি ইব্রাহীম খানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির শাহ ইমরান রিপন, মারুফ তালুকদার প্রিন্স, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা, জামাল উদ্দিন, ফরহাদ হোসেন, নিলয়, ইউসুফ, মোস্তফা সুমন, তপু, নাজিমুদ্দৌলা, মানিক, মাইন মাসুদ, আব্দুল্লাহ আজাদ, মিরাজুল ইসলাম রাজ, মুহিবুল্লাহ মোমেন সেতু, বাদশাহ আব্দুলাহসহ কেন্দ্রীয় নেতৃবন্দ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর