ফজলুল হক মিলনকে সভাপতি ও শাহ রিয়াজুল হান্নানকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, হুমায়ুন কবির সরকার, অ্যাডভোকেট সোলাইমান দর্জি, সাখাওয়াত হোসেন সবুজ, আশরাফী হাবিবুল্লাহ্, রফিজুল ইসলাম, ফজলুল হক নয়ন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ইজাদুর রহমান মিলন, আ ন ম ইব্রাহিম খলিল, নুরুল ইসলাম সিকদার, অ্যাডভোকেট মোস্তফা কামাল, করিম বেপারী, ফজলুল হক মুসল্লি, ইসমাইল মোল্লা, শেখ আ. রাজ্জাক, সামসুল আলম সরকার, মোখলেছুর রহমান মাস্টার, ফরিদা জাহান স্বপ্না, হযরত আলী মিলন।
যুগ্ম-সম্পাদক (দফতরের দায়িত্বে) আবু বকর ছিদ্দিক, যুগ্ম- সম্পাদক খায়রুল আহসান মিন্টু, শাহজাহান চঞ্চল, আফজাল হোসেন, এমদাদ হোসেন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, আফাজ উদ্দীন প্রধান, আজগর হোসেন খান।
সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান টিটু, হারুন অর রশীদ দেওয়ান, শহীদুল ইসলাম, ফরহাদ হোসেন। কোষাধ্যক্ষ ইসলাম উদ্দীন, প্রচার সম্পাদক রাশেদুল হক, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বেপারী, প্রকাশনাবিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক মমতাজ বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ