রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আসলাম হাওলাদার (৫০)। তিনি ইম্পিরিয়াল আইডিয়াল স্কুলের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বিস্তারিত ঠিকানা ও পরিচয় জানা যায়নি।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘দুপুরে সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আসলাম। তখন তিনি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ