বরিশালে ট্যুরিস্ট পুলিশের অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল নগরীর রূপাতলী উকিল বাড়ি সড়ক রোডের ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ সুপারের কার্যালয়ে মহড়ার উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন এবং সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ হিরনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অগ্নিনির্বাপণ মহড়ায় বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
কর্মশালায় অগ্নিকাণ্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্ব-কর্তব্যের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
কর্মশালায় অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই