উৎসবমুখর পরিবেশে ওয়ালটন-ক্র্যাব ফ্যাস্টিভ্যাল ২০২২ এর ফুটবল টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রাজধানীর আরামবাগে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদশ ক্রাইম রিপোর্টার্স এসাসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। তিনি বেলুন উড়িয়ে ফুটবল খেলার উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুু ও শেখ মোহাম্মদ আসলাম। ক্র্যাব সাধারন সম্পাদক আসাদুজ্জামান বিকুর সার্বিক সহযোগীতায় ফুটবল খেলা পরিচালনা করেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মিন্টু হোসেন।
এবার খেলায় অংশ নেয় ১০টি টিম। প্রথম রাউন্ডে নকআউট পদ্ধতিতে বিজয় হয় পাঁচটি টিম। এর মধ্যে ছিলো গতবারের চ্যাম্পিয়ন টাইফুন, রানার আপ এভারগ্রীন, এফবিআই, টুডেস ক্রাইম ও ক্র্যাব ইসি। দ্বিতীয় রাউন্ডে ইসি একাদশ দল পরাজয়ের পর যথাক্রমে টাইফুন, এভারগ্রীন, এফবিআই ও টুডেস ক্রাইম সেমি ফাইনাল খেলবে। আগামীকাল বুধবার সকাল ১০ টায় এভারগ্রীন ও টুডেস ক্রাইমের মধ্যে প্রতিযোগী হবে। আর সাড়ে ১০ টায় মুখোমুখি হবে টাইফুন ও এফবিআই। এই চার দলের মধ্যে যে দুটিদল জিতবে তারা ফাইনালে লড়বে।
বিডি প্রতিদিন/এএ