বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লার ৬টি পরিবহন কোম্পানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে জ্বালানি তেলের দাম কমানোর পরও ভাড়া না কমানো এবং ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিআরটিএ এবং র্যাব-৮ এই অভিযানে সহায়তা করে।
অভিযান চলাকালে ভাড়ার মূল্য তালিকা না থাকা এবং জ্বালানি তেলের দাম কমার পরও আগের হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করায় ছয়টি পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও একটি পরিবহন কোম্পানির কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন