বরিশালে ছাত্রদল ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মহানগর ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে যুবদলের শোক র্যালির শেষ পর্যায়ে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
নারায়ণগঞ্জে গুলিতে যুবদল নেতা শাওন প্রধান নিহত হওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর যুবদলের ব্যানারে একটি শোক র্যালি বের হয়। র্যালি হেমায়েত উদ্দিন রোড, চকবাজার, লাইন রোড হয়ে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এছাহাক সরকার। সমাবেশের শেষ পর্যায়ে মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহানের অনুসারী ও মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। তারা লাঠিসোটা নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল গাজী আহত হয়।
তবে যুবদলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম। ওই ঘটনাটি বিচ্ছিন্ন বিষয় বলে দাবি করেছেন শোক র্যালি ও সমাবেশে অংশগ্রহণকারী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু।
ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর