রাজধানীর রায়ের বাজার থেকে হাত বিচ্ছিন্ন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার রায়ের বাজার কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
তিনি জানান, থানা-পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারীর পরিচয় জানার চেষ্টা করছে। মরদেহে পচন ধরে যাওয়ায় সিআইডি ওই নারীর আঙুলের ছাপ নিতে পারেনি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ