সংবাদভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল ঢাকা বাংলা চ্যানেলে (ডিবিসি) যোগ দিয়েছেন সাংবাদিক ও উপস্থাপক নাজনীন মুন্নী। চ্যানেলটিতে তিনি অ্যাসাইনমেন্ট এডিটর পদে কাজ করবেন। এর আগে তিনি একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন।
নির্বাচনকে সামনে রেখে মাঠে সাংবাদিকতা করার ইচ্ছা নিয়ে ডিবিসিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয় জীবনে 'দৈনিক সংবাদ' দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। ২০০৭ থেকে সাংবাদিকতা শুরু করা নাজনীন মুন্নী দ্বিতীয় দফা সম্প্রচারে আসা একুশে টেলিভিশনের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় কাজ শুরু করেন। এরপর তিনি যমুনা টিভি, নিউজ২৪, আর টিভিতে কাজ করেন। সাংবাদিকতার পাশাপাশি উপস্থাপনায় সমান সাফল্য অর্জন করেন। একাধারে তিনি কলামও লিখেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামাজিক কুসংস্কার আর প্রথা ভাঙার বার্তা দিয়ে তিনি টেলিভিশনের বাইরেও জনপ্রিয় মুখ হয়ে উঠেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ/আরাফাত