২৭ নভেম্বর, ২০২২ ১১:৫১

প্রাথমিকে শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি

অনলাইন ডেস্ক

প্রাথমিকে শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা

শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর চাকরিপ্রত্যাশীরা।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রাথমিকের নিয়ম অনুযায়ী প্রতি ৩ জনে ১ জন নিয়োগের কথা থাকলেও তা মানা হচ্ছে না। বিশাল সংখ্যক পদ খালি থাকার পরও নিয়োগে কোনো গুরুত্ব নেই। এমনিতেই করোনায় আমাদের ক্ষতিসাধন হয়েছে। আমরা দ্রুত শূন্যপদের বিপরীতে নিয়োগ নিশ্চিত চাই।’

তারা বলেন, ‘শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দিতে হবে। বিদায়ী সচিব ৫৮ হাজার শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করেছিলেন। তা বাস্তবায়ন করতে হবে। ২০২৩ সাল থেকে প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চলবে। সেক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান নিশ্চিত করতে হবে।’
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর