২৮ জানুয়ারি, ২০২৩ ১৩:৩৮

নারায়ণগঞ্জ কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ডাকাতি মামলার আসামি শাকিল আহমেদ (৩৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই হাজতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাকিল বনা জেলার সাইফুল ইসলামের ছেলে।

কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, ২৫ জানুয়ারি একটি ডাকাতি মামলায় ফতুল্লা থানা থেকে শাকিল আহমেদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। ওই সময় আসামির সঙ্গে মারধরে আহত চিকিৎসাপত্রসহ দেয়া হয়েছিল। দু’দিন ধরে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শুক্রবার রাতেও ভিক্টোরিয়া হাসপাতাল থেকে চিকিৎসা শেষে কারাগারে নিয়ে আসা হয়। সকালে আবারো অসুস্থ হলে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর