বিশ্বব্যাপী ৪০ ধরনেরও বেশি এপিলেপসি বা মৃগী রোগ আছে, যাতে আক্রান্তের সংখ্যা ৬ কোটির বেশি। যাদের মধ্যে ৮০ ভাগ মানুষই স্বল্পোন্নত ও অনুন্নোত দেশে বসবাস করে। কিন্তু মৃগী রোগ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অথচ, এক বা একাধিক অ্যান্টি-এপিলেপটিক ওষুধের মাধ্যমে প্রায় ৭০ ভাগ মৃগী রোগীর রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আন্তর্জাতিক মৃগী রোগ দিবস উপলক্ষে সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বহি:বিভাগে নিউরোলজি বিভাগের উদ্যোগে এক আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ও ডা. মুহাম্মদ ওয়াহিদুর রহমান ছোটনের পরিচালনায় এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের। এছাড়াও ডা. মানবেন্দ্র ভট্রাচার্য প্রধান বক্তা হিসাবে ও হাসপাতালের উপ পরিচালক ডা. জাকিউল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় মেডিকেল কলেজের সামনে থেকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম ফেরদৌসের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বহি: বিভাগের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল