১৭ মার্চ, ২০২৩ ১৭:২৪

চুরির ক্লোজ মনিটরিং ও ডাকাতি ঠেকাতে পুলিশকে সক্রিয় থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক

চুরির ক্লোজ মনিটরিং ও ডাকাতি ঠেকাতে 
পুলিশকে সক্রিয় থাকার নির্দেশ

প্রতীকী ছবি

ঢাকা মেট্রোপলিটন এলাকায় চুরি-ডাকাতি ঠেকাতে দায়ের হওয়া মামলা কঠোরভাবে মনিটরিং, নিয়মিত তথ্য সদর দপ্তরে জানাতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত কর্মকর্তাদের এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এসময় সম্প্রতি চাঞ্চল্যকর ডাকাতি, চুরির ঘটনায় ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত প্রতিটি বিভাগের মোবাইল পার্টিকে সক্রিয় রাখা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনিটরিং করা এবং দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে সদাচরণে কঠোর নির্দেশনাও দিয়েছেন তিনি। ঢাকা শহরে চুরি ও ডাকাতির ঘটনায় বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, চুরি ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলা দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। ইতোমধ্যে এই চুরি-ডাকাতি মামলা মনিটরিং করার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। আমরা তো বিভাগ পর্যায়ে বসতেছি, পাশাপাশি থানা পর্যায়ে বসেও এই চুরি ডাকাতির মামলা মনিটরিং করতে হচ্ছে। কোথায় কী লেকিংস, কোন মামলার কী অবস্থা, কী করণীয় তা রিপোর্ট করতে হচ্ছে।

নিজের বিভাগের উদাহরণ টেনে তিনি বলেন, অন্য বিভাগের কথা বলতে পারবো না আমার বিভাগে গত দুই মাসে ৮২ জনকে চুরি-ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ডিএমপি কমিশনারের কঠোর সতর্কবার্তা চুরি ডাকাতির ঘটনায় নগরবাসীকে স্বস্তি দিতে হবে।  অর্থাৎ ক্লোজ মনিটরিং করা হচ্ছে, আমরাও চাপের মধ্যে আছি, যেকোনো মূল্যে চুরি ডাকাতির ঘটনা রোধ, ঘটে গেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিকেক্ট করা।

মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স, থানায় নাগরিক সেবা নিশ্চিত করা, কেউ যেন হয়রানির শিকার না হোন সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেয়ার কথা উল্লেখ করে লালবাগ গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, রমজানে গ্যাস সিলিন্ডার, কড়াই রাস্তায় রেখে ব্যবসা করেন। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এগুলো যেন না হয় সেজন্য সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগ পুলিশকে নির্দেশনা দিয়েছেন।

পাশাপাশি ভোর বেলা ছিনতাই, চুরি ডাকাতির ঘটনা ঠেকাতে মোবাইল পার্টিগুলো অ্যালার্ট থাকা, বাসে হালুয়া পার্টির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া, বিশেষ করে রমজানে রোজাদারদের খোরমা খেজুর শরবত খাওয়ানোর নামে অজ্ঞান পার্টির তৎপরতারোধে গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।  আগুনের ঘটনায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে মতিঝিলের এ উপ-কমিশনার বলেন, সতর্ক থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি গুরুত্ব দিতে বলেছেন পুলিশ কর্মকর্তাদের। বিট পুলিশিং বাড়ানো ও নাশকতামূলক আগুনের ঘটনা যেন না ঘটে সেজন্য গোয়েন্দা কার্যক্রম বাড়ানো ও সতর্ক থাকতে বলা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর