১১ এপ্রিল, ২০২৩ ১৫:৩৪

বরিশালে হারিয়ে যাওয়া ৫টি মোবাইল ফোন সেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে হারিয়ে যাওয়া ৫টি মোবাইল ফোন সেট উদ্ধার

বরিশালে হারিয়ে যাওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর বান্দ রোডের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ৫টি ফোন সেট হস্তান্তর করেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। 

এ সময় ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান এবং পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

ফোন হস্তান্তর অনুষ্ঠানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, কারো মোবাইল ফোন হারিয়ে গেলে অতি দ্রুত থানায় জিডি করতে হবে। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ ফোন সেট উদ্ধারে কাজ করে। সাইবার অপরাধ, আইডি হ্যাক, ব্লাকমেইল, প্রতারনা বা কোন অপরাধের শিকার হলে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে জানানোর আহবান জানান মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। হারানো ফোন সেট ফেরত পেয়ে আনন্দে আত্মহারা ওইসব ফোন সেটের প্রকৃত মালিকরা। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর