রংপুর নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানির মোড়ে মতি প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
সোমবার বিকেল সাড়ের তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়েছে।’
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত