ঈদ লক্ষে সামর্থ্যবান ব্যক্তিবর্গের সহায়তায় ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছে মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে টিম খোরশেদ এর কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার তুলে দেয়ার সময় টিম লিডার কাউন্সিলের খোরশেদ বলেন, আমরা ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অংশ হিসাবে সামর্থবান ব্যক্তিবর্গের সহায়তায় সব সেক্টরে কিছু না কিছু করার চেষ্টা করছি।
উল্লেখ্য, গত দুই দিনে টিম খোরশেদ ৩০০ শিশু কিশোরীকে ৫ টাকায় ঈদের নতুন জামা, ২৫ জন নওমুসলিমকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে। এছাড়া আগামী ২৮ রমজানে ৯ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল