পান্ডুঘর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রুট টু মার্কেট ইন্টারন্যাশনাল লিমিটেড (আরটিএম) এর নতুন পণ্য ত্বাকা ইলেক্ট্রোলাইট জুসের বাণিজ্যিক যাত্রা শুরু।
ওই অনুষ্ঠানে নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন, কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোঃ আনিছুর রহমান।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক- মোঃ জুলফিকার আলী সিদ্দিকীসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এন এস এম (রিটেইল)-এনামুল হক সায়েম, এন এস এম (কি-একাউন্টস)- শেখ মোঃ বাবুল হোসেন, হেড অব ব্রান্ড- এস, এম, সৈকাতুল ইসলাম, ম্যানেজার-ফাইন্যান্স এন্ড একাউন্টস- মোঃ শাকিল আহমেদ, ম্যানেজার সাপ্লাই চেইন মোঃ মাসিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/নাজমুল