রাজধানীর শাহবাগ থানাধীন মৎস্য ভবনের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকাল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন। তিনি বলেন, স্থানীয়দের কাছে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।
এসআই আরও বলেন, নিহত ব্যক্তি নাম-পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাম-পরিচয় শনাক্ত হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ