শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত ও তাঁর পিতা মরহুম দ্বীন মুহাম্মদ লস্কর, মা মরহুমা মাহমুদা খাতুন ও পরিবারের অন্যান্য সদস্যসহ আত্মীয়-পরিজনদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় যথারীতি এবারও এক দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় গলফ গার্ডেনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ তানভীর আহমেদ রনি, চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের প্রথম সচিব মিস লাং লাং ও সাংস্কৃতিক অ্যাটাশে সুন খাংনিং, ভাষা সৈনিক আবদুল মতিনের সহধরমিনি গুলবদন মতিন, শিল্পী শাহীন সামাদ, তিমির নন্দী, ফাতেমাতুজজোহরা, সুজিত মোসতফা, অধ্যাপক নেসার হোসেন, সামসুদদোহা, ড. ফরিদা জামান, নিউজ প্রেজেন্টার শামাখানসহ অনুষ্ঠানের চিফ অরগানাইজার ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক উইং কমান্ডার (অব.) এম মতিউর রহমানসহ সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক