রাজধানীর তেজগাঁওয়ে একটি ভবনের দ্বিতীয় তলায় এসি মেরামতের সময় নিচে পড়ে রাকিবুল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ৩টার দিকে বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাকিবুলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আ. সালাম জানান, আজ (১৮ এপ্রিল) তারা তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় একটি তিন তলা ভবনে এসি মেরামতের কাজে আসেন। ২য় তলায় সানশেডের (কার্নিশ) ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন রাকিবুল। এসময় তার কোমরে (সেফটি) রশি বাঁধা ছিল। তবে কোমর থেকে রশি কোনোভাবে খুলে গেলে সেখান থেকে নিচে পড়ে যান তিনি। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল