আগামী ১৪ই জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জুলাই শুক্রবার সকাল ৬টায় জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ জেলা কার্যালয়সহ স্ব স্ব উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। কালো ব্যাচ ধারণ, কোরআন খতম, নগরীর গুরুত্ব স্থানসমূহে কোরআন খতম ও মাইকযোগে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের জীবনী ও ভাষণ প্রচার।
এছাড়ার নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতির সমাধি অঙ্গনের কবর জিয়ারত, দোয়া মোনাজাত এবং আলোচনা। বাদ জুম্মা মসজিদে দোয়া ও মোনাজাত।বিডি প্রতিদিন/হিমেল