মাসব্যাপী ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩’ পর্যবেক্ষণের অংশ হিসেবে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (বিএইচপি) গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের একটি কারখানা পরিদর্শনের আয়োজন করেছে। ব্র্যাক এবং জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফের যৌথ উদ্যোগে মাদারস অ্যাট ওয়ার্ক প্রকল্পের অধীনে গত রবিবার এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
মা ও শিশু উভয়ের জন্য বুকের দুধ খাওয়ানোর উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। এই বছরের প্রতিপাদ্য হলো-‘কর্মজীবী মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি’।
কর্মজীবী মায়েদের বুকের দুধ খাওয়ানোকে উৎসাহিত করার পাশাপাশি কর্মস্থলে সহায়ক পরিবেশ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণ করেন জাতীয় পুষ্টিসেবার লাইন ডিরেক্টর (এনএনএস) প্রফেসর ডা. মিজানুর রহমানসহ অন্যন্য সরকারি-বেসরকারি প্রতিনিধি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডা. মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ইউনিসেফের পুষ্টি কর্মকর্তা মনিরা পারভীন ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির হেড অফ রুরাল প্রোগ্রাম ডা. মনোয়ারুল আজিজ।
বিডি প্রতিদিন/এমআই