দেশের সর্বস্তরের প্রাপ্তবয়স্ক নাগরিককে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল-২০২৩’ সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভা ও ধন্যবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ‘সর্বজনীন পেনশন ব্যবস্থার বাস্তবায়ন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ক্ষমতায়ন’ উল্লেখ করে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠন সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, আনোয়ারুল আজিম সাদেক, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া সহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/বাজিত