রংপুর নগরীতে মিছিলের প্রস্তুতির সময় জামায়াতে ইসলামীর দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন-নগর মীরগঞ্জ এলাকার আমিন মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৪) ও একই এলাকার নুরুল হকের ছেলে মোহাম্মদ আবুল কালাম (৪৫)।
বুধবার বেলা ১১টায় নগরীর দখিগঞ্জ শ্মশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছ, দেলাওয়ার হোসাইন সাঈদী’র জানাজার নামাজ ঢাকায় আদায় করতে না দেয়া, সারা দেশে গায়েবানা জানাজায় হামলা ও গ্রেফতারের প্রতিবাদে জামায়াতে ইসলামী সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দিয়েছিল। বুধবার সকালে জামায়াতের সদস্যরা নগরীর দখিগঞ্জ এলাকায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান বলেন, জামায়াতের সদস্যরা মিছিলের নামে নগরীতে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এমআই