বরিশাল নগরীতে মিছিলের চেষ্টাকালে জামায়াতের ৪ কর্মীকে পুলিশ আটক করেছে। বুধবার সকাল ৮টার দিকে নগরীর বটতলা রাজু মিয়ার পুল এলাকা থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
আটক চারজন হলেন-নগরীর কাউনিয়া হাউজিং এলাকার সুলতান হাওলাদার (৪০), রূপাতলী শেরেবাংলা সড়কের মো. মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার নাছির উদ্দিন (৪০) এবং সদর উপজেলার চর পত্তনিয়া গ্রামের আল মুঈন (২১)।
অভিযান পরিচালনাকারী কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আরাফাত হাসান বলেন, পুলিশের অনুমতি ব্যতীত বটতলা রাজু মিয়ার পোল এলাকায় জামায়াতের একদল নেতাকর্মী মিছিলের চেষ্টা করে। পুলিশ দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের মধ্যে চারজনকে আটক করা হয়। আটক চারজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই