ঢাকার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী (সাময়িক বহিষ্কৃত) মেহনাজ তাবাসসুম মিশুকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিশু গত ২৪ জুলাই রাতে ১৫ বছরের এক কিশোরীকে উপজেলার নির্বাচন অফিসের পাশে তার বাড়িতে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেন। তখন ওই কিশোরী বাধা দিলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে কিশোরীকে পাঁচতলার ব্যালকনি থেকে নিচে ফেলে দেওয়া হয়। ওই কিশোরী টিনের চালের ওপর পড়লে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত শনিবার কিশোরীর মা বাদী হয়ে মেহনাজ মিশু, তার স্বামী আতিক ও অজ্ঞাত পরিচয় ৬-৭ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। একই দিন সাভার উপজেলা পরিষদ-সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশুকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে ঢাকার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুব মহিলা লীগ। মেহনাজ মিশু ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।
বিডি-প্রতিদিন/শফিক