জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট কাজী ফিরোজ রশীদ বলেছেন, আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। আমাদের দেশে কিভাবে নির্বাচন হবে সেটা আমরা ঠিক করবো। কিন্তু বিদেশিদের সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই, তারা আমাদের নির্বাচন নিয়ে পড়ে আছে।
বুধবার ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ আয়োজিত ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী ফিরোজ রশীদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর যখন করণীয় ঠিক করতে বিভিন্ন নেতাদের কাছে গিয়েছি। কিন্তু সবাই ফিরিয়ে দিয়েছে। কাউকে কোনো ভূমিকার জন্য এগিয়ে আসতে দেখিনি। অথচ তারা সবাই বঙ্গবন্ধুর অনেক প্রিয় ছিল।
অনুষ্ঠানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. সামসুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালী জাতি একটি কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করে। এই হত্যাকারীরা দেশ ও জনগনের শত্রু। শুধু তাই নয় আন্তর্জাতিক মহলেও এটি ন্যাক্কারজনক ঘটনা। বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যকারীদের বিচার থামিয়ে দেয় খুনি জিয়া। আইন বাতিল করে তাদের অপরাধকে ধাপা চাপা দেওয়া হয়।
মোস্তফা জালাল আরও বলেন, এদেশের মানুষই ঠিক করবে আগামীতে কে নেতৃত্বে আসবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করবে। কিন্তু আমরা দেখছি আমেরিকাসহ বাইরের কয়েকটি দেশ এদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে। হস্তক্ষেপ করার চেষ্টা করছে। বাইরের দেশের চাপানো সিদ্ধান্ত এদেশের জনগণ মেনে নিবে না। জনগণ শেখ হাসিনাকেই বেছে নিবেন।
কলেজে উপাধ্যক্ষ মিজানুর রহমান কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জালালউদ্দিন চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ জান্নাতুল বাকিয়া, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেড জেনারেল (অব.) অধ্যাপক ডা. ইফফাত আরা, গভর্নিং বডির সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন ও গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আরাফাত