রাজধানীর নিউ ইস্কাটন রোডে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিউল মিয়া, মো. শফিকুল ইসলাম ওরফে পুনম ও মো. মামুন মিয়া।
শনিবার (২৬ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়।
ডিবি মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান জানান, কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজাসহ ইস্কাটন রোডে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫০ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের নামে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন