চলছে কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনের ভোটগ্রহণ। শুরুর দিকে ভোটারদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আতঙ্ক কেটে যায়। সে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
কুমিল্লা নগরীর কাপ্তানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বেলা ১২টা পর্যন্ত ওই কেন্দ্রে ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সেখানে মোট ভোটার ৩০৫৬ জন। ওই কেন্দ্রের সব ভোটারই নারী।
আসমা আক্তার নামে একজন ভোটার জানান, ভোট দিয়েছি। কোনো ঝামেলা হয়নি। ভোট দিতে পেরে ভালো লাগছে।
হালিমা বেগম নামে আরেক ভোটার বলেন, এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোটের পরিবেশ উৎসবমুখর।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিন বলেন, ইভিএমে কোনো সমস্যা হচ্ছে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে। ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮।
বিডি-প্রতিদিন/বাজিত