শিরোনাম
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য কিনতে মানুষের ভিড়
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে বসুন্ধরা গ্রুপ। প্রতিদিন সকাল থেকে নগরীর তালাইমারী ও নওদাপাড়া আমচত্বর মোড়ে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। বাজারের চেয়ে কম মূল্যে এসব পণ্য কিনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নিম্নআয়ের মানুষ দিশেহারা, ঠিক সে সময় দেশের দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগে জনমনে স্বস্তি এনে দিয়েছে। বাজারের চেয়ে কম মূল্যে আটা, ময়দা, সয়াবিন তেল, পাম তেল, সুজি, সেমাই, নুডলসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি ভোক্তারা। এমন উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান ক্রেতারা।
ট্রাক সেল থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার পর নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকার অটোরিকশা চালক নাসিম হোসেন বলেন, তিনি এখান থেকে সায়াবিন তেল ও আটাসহ চার ধরনের পণ্য কিনেছেন। ৫০০ টাকায় যে পণ্য কিনেছেন তা সাহেববাজার থেকে কিনতে গেলে না হলেও ৬০০ থেকে ৬৫০ টাকা লাগত। তাই তার কমপক্ষে ১৫০ টাকা সাশ্রয় হয়েছে। তালাইমারি এলাকার ভ্যানচালক রশিদ মিয়া বলেন, এখান থেকে তিনি আটা, সয়াবিন তেল, চিনি ও সেমাই কিনেছেন। আটা প্রতিদিন লাগলেও চিনি ও সেমাই ঈদের জন্য কিনেছেন। ঈদের সময় যদি না পাওয়া যায় তাই একটু কম দাম পাওয়ায় আগেই কিনে রাখলেন।
বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ মাল্টি ফুড লিমিটেডের এজিএম (উত্তর) একে নাসির আহমেদ জানান, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সকাল থেকে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি করা হবে। প্রতিদিনই রাজশাহী মহানগরীর তালাইমারি ও নওদাপাড়া আমচত্বর মোড়ে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যাবে।
তিনি বলেন, রাজশাহীসহ দেশের ৬৪ জেলায় ১০০টি স্থানে সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রি করছে বসুন্ধরা গ্রুপ। এ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীতে শুরু হলো। ভ্রাম্যমাণ ট্রাক সেলের গাড়িতে মোট ৩৭টি খাদ্যপণ্য বিক্রি করা হবে। আর সাশ্রয়ী মূল্যে হওয়ায় প্রথম দিনই এসব পণ্য কিনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে ভিড় করেন।
উল্লেখ্য, ‘বসুন্ধরার পণ্য, ভোক্তার জন্য’ এ স্লোগান দিয়ে গত রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে ৬৪ জেলায় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ‘ট্রাক সেল’ কার্যক্রম শুরু হয়েছিল। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আবারও এই বিশেষ কার্যক্রম শুরু করল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর