প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসাকে দেখতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে চিকিৎসাধীন এবিএম মূসার সঙ্গে একান্তে ৪৫ মিনিট সময় কাটান তিনি। মির্জা ফখরুল প্রবীণ এ সাংবাদিকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই ক্রান্তিকালে জাতি আপনার কথা শোনার জন্য অপেক্ষায় আছে। পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করছি, আপনি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
এবিএম মূসা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে দেশের সার্বিক পরিস্থিতি জানার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন। গত ১ জানুয়ারি থেকে এবিএম মূসা এই হাসপাতালে পঞ্চম তলার ৫০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন ল্যাবএইডের পরিচালক ডা. ইমরান আহমেদ, যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ, কৃষিবিদ হাসান জাফরিন তুহিন প্রমুখ।