জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসছেন। প্রায় ১৪ বছর পর বাংলাদেশের একক বৃহত্তম দাতা রাষ্ট্র জাপানের কোনো প্রধানমন্ত্রী আবার ঢাকা সফরে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় শিনজো আবেকে জানানো আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই এই সফর। কর্মকর্তারা জানিয়েছেন, আবে যে কারণেই ঢাকা আসুন না কেন, প্রধানমন্ত্রীর টোকিও সফরের পরপর জাপানের প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের কূটনীি
ততে বড় সাফল্য। আবার নির্বাচনোত্তর পরিস্থিতিতে এই সফরের রয়েছে আলাদা তাৎপর্য। সব মিলিয়ে সফর ঘিরে প্রত্যাশাও অনেক। প্রাপ্তিও কম হবে না বলে ইতিমধ্যেই ইঙ্গিত এসেছে টোকিও থেকে।