রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. সোহাগ আহমেদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেলে তিনি মারা যান।
সোহাগ আহমেদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সিড়ি রায়ের চর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি দাউদকান্দির হাসানপুর শহীদ নূর আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
সোহাগের বড় ভাই নাহিদ হাসান জানান, সোহাগ সোমবার সকালে গ্রাম থেকে আমার কাছে আসছিল। পথিমধ্যে তাকে কে বা কারা অজ্ঞান করে তার ব্যাগ নিয়ে যায়। পরে বাসটি গোলাপবাগে পৌঁছালে যাত্রীরা তাকে অজ্ঞান দেখে মনোয়ারা হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়।