'মিউজিক ক্লাব'- মুন্নী
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট 'মিউজিক ক্লাব'-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। এটি আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।
প্রহর
অয়ন চৌধুরীর রচনা ও রিয়াজুল রিজুর চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'প্রহর'। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবি্বর আহমেদ, প্রসুণ আজাদ, ইমতু, তুর্জ, সৌমি, রেজা। নাটকের গল্পে দেখা যাবে।মানুষের অনত্দরেই বাস করে তার বিবেক। তাহলে মানুষ অন্যায়, অবিচার, মিথ্যাচার করে কেন ? এই প্রশ্নের উত্তরের খোঁজে সব সময় নিজেকে নিবিষ্ট রাখে রেহান। দীর্ঘদিন আগে বন্ধুদের সাথে এই নির্জন স্থানে বেড়াতে এসে খুন হয় রেহান । সেই সময় বন্ধুরা তার লাশ মাটি চাপা দিয়ে রেখে যায়।
৩৫০০ পর্বে 'শুভসন্ধ্যা'
এনটিভি'র প্রতিদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠান 'শুভসন্ধ্যা' ৩৫০০তম পর্ব প্রচার হতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬.১০ মিনিটে বিশেষ এই পর্বটি প্রচার হবে। বিশেষ পর্বে অতিথি হিসেবে ষ্টুডিওতে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। অনুষ্ঠানটি প্রথম প্রচার হয় ২০০৩ সালের ৪ জুলাই। শুরু থেকেই অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে উঠে। এনটিভির প্রতিদিনের এই অনুষ্ঠানটিতে দেশের প্রতিদিনের সাংস্কৃতিক খবরাখবর যেমন নাট্য প্রদর্শনী, চিত্রকলা প্রদর্শণী, বিভিন্ন উৎসব, ইভেন্টস এর তথ্য তুলে ধরা হয়। থাকে মানবিক সাহায্যের আবেদন। সবশেষে থাকে একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডা। ২২ মিনিট ব্যাপ্তির এই অনুষ্ঠানটি বর্তমানে উপস্থাপনা করছেন সাকিলা মতিন মৃদুলা, তাওফিকা রহমান ও শীতল।
মিউজিক ডাইজেস্ট
আজ রাত ১১ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে সংগীতবিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান 'মিউজিক ডাইজেস্ট'। দেশ-বিদেশের সংগীত জগতের সবশেষ খবরাখবর এবং উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে সাজানো এ অনুষ্ঠানটি এরইমধ্যে সংগীতপ্রেমী দর্শকদের কাছে বিশেষ সমাদৃত হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ঝুমুর। প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
মাগো তোমার জন্য
এটিএন বাংলায় শুরু হচ্ছে মাহফুজ আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক 'মাগো তোমার জন্য'। মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি। এটি পরিচালকের 'তোমার দোয়ায় ভালো আছি মা' এর সিক্যুয়াল। প্রসূন রহমানের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন ডলি জহুর, তানভিন সুইটি, রুনা খান, নোভা ফিরোজ, অর্ষা, মিতা নূর, দিহান, তমালিকা কর্মকার, ভাবনা, মীর সাবি্বর, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মাজনুন মিজান, সিদ্দিক।
'অ'এর গল্প
বোনের মৃত্যুর প্রতিশোধের গল্প নিয়ে প্রচারিত হবে আজকের 'অ' এর গল্প। অপরাধ, অলৌকিক, অন্ধকারবিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। আজকের পর্বের বিষয় 'অতিশোধ'। আজ প্রচার হবে দ্বিতীয় পর্ব।
আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। শামীম শাহেদ-এর উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। আজকের পর্বে অভিনয় করেছেন তানভীর হোসেন প্রবাল, মুনতাহিনা তয়া, নিয়াজ মোর্শেদ, রাতুল খান, আবিদ প্রমুখ।
ভালোবাসা কারে কয়
একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'ভালোবাসা করে কয়'। মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালায় 'ভালোবাসা কারে কয়' ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা, মীর সাবি্বর, হুমায়রা হিমু, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে। নাটকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
রেডিও চকলেট রিলোডেড
দেশ টিভিতে আজ দেখা যাবে ইকবাল হোসেন চৌধুরীর রচনা এবং রেদোয়ান রনির পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক রেডিও চকলেট রিলোডেড। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মোশাররফ করিম, সুমাইয়া শিমু, মৌসুমী হামিদ, সাজু খাদেম, বাপ্পি আশরাফ, রওনক হাসান, রাশেদ মামুন অপু, সুমন পাটোয়ারি, ফারুক আহমেদ প্রমুখ।
সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে।
নীল রঙের গল্প
এনটিভিতে আজ রাত ৯.৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'নীল রঙের গল্প'। জাকারিয়া সৌখিনের রচনায় নাকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মিলন, তিশা, নিশো, নাদিয়া, নিলয়, জেনি, মিতা চৌধুরী, ওয়াহিদা মলি্লক, মানস বন্দ্যোপাধ্যায়, কায়েস চৌধুরী, শিরীন বকুল, কাজী উজ্জ্বল, হাসান আজাদ, নামিরা প্রমুখ। গল্পে দেখা যায়- দেবদাস, মজনু এবং রোমিও ঘনিষ্ঠ তিন বন্ধু। একই ইউনিভার্সিটিতে তারা পড়ছে। বহুকাল আগে দেবদাসদের জমিদারি বিলুপ্ত হয়েছে। সে এখন শেষ বংশধর। গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছে। শহরতলিতে চটপটে থাকলেও শহরে এসে লাজুক আর নীরব হয়ে গেছে দেবদাস।