বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন বলে জানালেন বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তিনি মজা করে এও বলেন, তার বিয়ের অনুষ্ঠানে কেউ নাচতে পারবে না। নাচের পরিবর্তে শরীরচর্চা করতে হবে আমন্ত্রিত অতিথিদের।
বিপাশা তার প্রেমিক ও বলিউড অভিনেতা হারমান বাওয়েজাকে এ বছরই বিয়ে করবেন বলে খবর প্রকাশিত হয় চলতি মাসের শুরুর দিকে। কাকে বিয়ে করবেন, সে বিষয়ে মুখ না খুললেও সম্প্রতি বিপাশা বলেন, 'যখনই আমি বিয়ে করি না কেন, তা বাঙালি রীতি অনুযায়ীই হবে। এমনটা না করলে আমার বিয়ের অনুষ্ঠানে আসবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন মা। তাই আর কোনো উপায় নেই।'